নিজস্ব প্রতিবেদক :
দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ উদযাপন করতে প্রস্তুত পুরো দেশবাসী। এরই মধ্যে নাড়ির টানে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছে অসংখ্য মানুষ। এতে রাজধানীর রাস্তা ফাঁকা হচ্ছে, আর স্টেশনগুলোতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। রাজধানীতে গেল বৃহস্পতিবার থেকেই মানুষজন বাড়ির উদ্দেশে ঢাকা ছাড়তে শুরু করে। শুক্রবারও (৯ আগস্ট) বহু মানুষ ঢাকা ছেড়েছেন। তবে শনিবার পুরোদমে রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটগুলোতে ভিড় বেড়েছে।
এদিন ভোর থেকেই রাজধানীর গাবতলী, মহাখালী, মিরপুর, ধানমন্ডি, মগবাজারসহ বিভিন্ন টার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে, ভোর থেকেই বাড়ির উদ্দেশে রাস্তায় বেরিয়ে যায় লোকজন। এদিকে ঈদ উদযাপনে রাজধানী ফাঁকা হতে শুরু করেছে। তবে আজো রাস্তায় গাড়ির চাপ অনেকটা অন্যদিনের মতোই দেখা গেছে। অন্যদিকে বেড়েছে ঢাকার বাইরের গাড়ি চাপ।
সখিপুরের বাসিন্দা শেখ মো. মিনার সেহেরি খেয়েই বাসা থেকে বের হন। উদ্দেশ্য মহাখালী বাস টার্মিনাল। কাজীপাড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। তিনি বলেন, সকালে মহাসড়কে জ্যাম থাকে না। আশা করছি তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। এছাড়া মো. মিরন নামের এক ব্যাংকার ফার্মগেটে দাঁড়িয়ে সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। সিলেটে নিজ বাড়িতে ঈদ পালন করবেন। শেষ মুহূর্তের ভিড় এড়াতে স্ত্রী-সন্তানদের আগেই পাঠিয়ে দিয়েছেন বলে জানান তিনি।
এদিকে ঢাকার বাইরের বিভিন্ন জেলায় যাত্রী নিতে রাজধানীর বিভিন্ন টার্মিনালে জড়ো হয়েছে অসংখ্য বাস। ফলে টার্মিনালগুলোর আশপাশের এলাকায় যানজট কিছুটা বেশি। কেননা পার্কিংয়ের জায়গা না থাকায় রাস্তার ওপরেই বাসগুলো পার্ক করতে হয়েছে। সায়েদাবাদ থেকে যাত্রাবাড়ী পুরো এলাকাই এখন যেন পার্কিংস্পট। আবার মহাখালী টার্মিনালের বাসগুলো তেজগাঁও লিংক রোড থেকে রাস্তার ওপর পার্কিং করা হয়েছে। গাবতলীর আশপাশের রাস্তার অবস্থাও একই।
এছাড়া রেল বা বাসের বাইরে অনেকেই পরিবারকে আকাশপথেও বাড়ি পাঠাচ্ছেন। আবার স্বল্প আয়ের অনেকে ট্রাকেও ফিরছেন বাড়ি।
অন্যদিকে রাজধানীর সড়কগুলোতে চিরচেনা দৃশ্যের পরিবর্তন এখনো তেমন একটা চোখে পড়েনি। তবে ব্যাগ হাতে রাস্তায় বেরিয়ে পড়া মানুষদের দৃশ্য বলছে ফাঁকা হচ্ছে ঢাকা।
Leave a Reply