নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছাড়া সারা দেশে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।
রোববার রাজধানীর সায়েদাবাদ সড়ক ও জনপথ মোড়ে ঈদযাত্রা নিয়ে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
দু’-একটি জায়গায় ঘরমুখো যাত্রীদের ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, অনেক চালক রং সাইড দিয়ে গাড়ি নিয়ে আসার ফলে যানজট হয়েছে। আজ দুপুরের পর টাঙ্গাইল মহাসড়কে পরিস্থিতির উন্নতি হবে।
তিনি বলেন, ‘‘স্পেসিফিক কোথায় কোথায় সমস্যা হচ্ছে, সেটা আমাদের বুঝতে হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যে সমস্যা ছিল, একদিকে ফোর লেনের রাস্তা থেকে উঠে এসে টু লেনের ব্রিজে উঠতে হতো, আবার আরেক দিকে আট লেনের রাস্তা থেকে এসে টু লেনের ব্রিজে উঠতে হতো। এ কারণে যানজট লেগেই থাকত। সেই সমস্যা এখন আর নেই। উত্তর জনপদের দিকে যে সমস্যা, সেটা রাস্তার নয়, সমস্যাটা হচ্ছে ঢাকা-এলেঙ্গা মহাসড়ক থেকে চার লেনের রাস্তার গাড়িগুলো যখন টু লেনে ওঠে, তখনই সমস্যাটা সৃষ্টি হয়।’’
তিনি বলেন, বেহাল সড়কের কারণে কোথাও যানজট হয়েছে, এমন তথ্য তার কাছে নেই। পশুবাহী গাড়ির জন্য রাস্তা ধীর গতির হয়ে যায়। ধীরগতির জন্য গাড়িগুলো আসতে দেরি হচ্ছে। এ জন্য টার্মিনালে অনেক যাত্রী বসে কষ্ট পাচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘কিছুটা দুর্ভোগ যে নেই, সেটা অস্বীকার করার উপায় নেই। আগের দুই দিনের তুলনায় আজ ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক।’’
Leave a Reply