নিজস্ব প্রতিবেদক
গাজীরের টঙ্গীতে আমের গাড়ি থেকে এক হাজার ৭৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-১। এ সময় নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই অভিযান চালানো হয়। গ্রেফতারদের নাম সেলিম ব্যাপারী, মো. শিপন মাদবর, সুমন ঢালি, বাদশা মিয়া ও মায়া খাতুন।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম জানান, একটি আমের পিকআপে মাদকের বড় চালান ঢাকা আসবে বলে গোয়েন্দা তথ্যে জানা যায়। এতে সেনাকল্যাণ কমপ্লেক্সের সামনে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। ভোরে সন্দেভাজন পিকআপটি এলে তল্লাশি করে আমের আড়াল থেকে এক হাজার ৭৭০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৮ হাজার ৫৯৬ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত বলে স্বীকার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
Leave a Reply