আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
চীনে আঘাত হানা প্রলয়ঙ্কারী সুপার টাইফুন লেকিমা‘র প্রভাবে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে অন্তত আরো শ’খানেক লোক।
ঘূর্ণিঝড় থেকে বাঁচতে ঘর ছেড়ে অন্তত ১০ লক্ষাধিক মানুষ অন্যত্র চলে গেছেন বলে জানিয়েছে বিবিসি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পূর্বাঞ্চলীয় ঝিজাং প্রদেশের ওনঝু মিউনিসিপ্যালিটিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এলাকাটি ঝড়ের গতিপথে থাকায় শুক্রবার ৯ আগস্ট রাতভর বর্ষণ চলে সেখানে।
শনিবার স্থানীয় সময় ভোরে চীনের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে সুপার টাইফুন লেকিমা ঘণ্টায় ১৮৭ কিলোমিটার বেগে আঘাত হানে। এতে বেশ কিছু ঘরবাড়ি লন্ডভণ্ড হয়ে যাওয়ার পাশাপাশি হাজার হাজার গাছপালা উপড়ে পড়ে।
ঘূর্নি ঝড়ের কারণে সাংহাই সহ দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের আনহুই, ফুজিয়ান, জিংসু, ঝিজাংয়ে বন্যা, ভূমিধসের সর্তকতা জারি করা হয়েছে।
Leave a Reply