কক্সবাজারপ্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত ভ্যানিটি ব্যাগ থেকে ২৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। সোমবার ভোরে হ্নীলা ইউপির দমদমিয়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ডের ভারপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন শাহ জিয়া রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দমদমিয়া এলাকা দিয়ে ইয়াবার পাচার হবে। এমন তথ্য ভিত্তিতে টেকনাফের একটি বিশেষ টিম দমদমিয়া এলাকায় অভিযানে গেলে সন্দেহজনক ব্যাগ হাতে এক ব্যক্তিকে দেখে থামানোর সংকেত দিলে সে না থেমে জঙ্গলের দিকে দৌড় দেয়। কোস্টগার্ড সদস্যরা তার পিছু ধাওয়া করলে একপর্যায়ে তার হাতে থাকা ব্যাগটি ফেলে দিয়ে পালিয়ে যায়। ব্যাগটি তল্লাশি করে ২৫হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply