তথ্যপ্রযুক্তি ডেস্ক
ফাইল ছবি
অনেকেই শুধু ক্যামেরা ফিচার দেখেই স্মার্টফোন কেনেন। তাদের জন্য সুখবর দিলো স্যামসাং। স্মার্টফোনের জন্য ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। চীনা প্রতিষ্ঠান শাওমি’র সঙ্গে মিলে আইএসওসেল ব্রাইট এইচএমএক্স নামের সেন্সরটি নকশা করেছে স্যামসাং।
শাওমি কয়েকদিন আগে জানিয়েছিল, এ বছরের শেষেই ১০০ মেগাপিক্সেলের স্মার্টফোন লঞ্চ হবে। তবে ঠিক কি মাসে বা কত তারিখে লঞ্চ করা হবে, তা স্পষ্ট করে এখনো জানায়নি তারা।
এদিকে স্যামসাং জানিয়েছে, ওই ক্যামেরার চেয়ে আরো ৫০ শতাংশের বেশি পিক্সেল যোগ করা হয়েছে নতুন সেন্সরে। স্যামসাংয়ের দাবি এবারই প্রথম স্মার্টফোনের ক্যামেরার ক্ষেত্রে ১০ কোটি পিক্সেলের মাইলস্টোন পার হয়েছে।
কোন ফোনে প্রথম এই সেন্সর ব্যবহার করা হবে তা জানায়নি স্যামসাং বা শাওমি। তবে সেন্সরটির ১/১.৩৩ ইঞ্চি আকার বর্তমান এক ইঞ্চি সেন্সরগুলোর চেয়ে বড় হওয়ায় এটি সব স্মার্টফোনে বসানো যাবে না বলেও ধারণা করা হচ্ছে।
Leave a Reply