যুগ-যুগান্তর ডেস্ক :
ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাজ্য পশ্চিমবঙ্গে বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল নারী ও শিশুসহ অন্তত ১৫ জনের। যাদের মধ্যে একজন পর্যটকও আছেন বলে দাবি কর্তৃপক্ষের। এবার সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছে পুরুলিয়াতে; সেখানে বজ্রাঘাতে এক সঙ্গে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮ জন। তাছাড়া সুন্দরবনে বাজ পড়ে প্রাণ গেছে ৩ জনের। একই সঙ্গে ঝাড়গ্রামে এই একই কারণে আরও প্রায় দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ দিকে দিঘা জেলার উদয়পুরের সমুদ্র সৈকতে বজ্রাঘাতে গুরুতর জখম হন কলকাতা থেকে যাওয়া দুই পর্যটক। পরবর্তীতে তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। আর অপরজনের অবস্থাও আশঙ্কাজনক।
অপর দিকে কর্তৃপক্ষের মতে, রবিবার (১১ আগস্ট) স্থানীয় সময় রাত থেকে পুরুলিয়ায় বজ্রাঘাতের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়; যা পরদিন রাত পর্যন্ত চলে। এ সময় সাঁওতাল ডিহি ও পুরুলিয়া থানা বিভিন্ন এলাকায় বাজ পড়ে দুই মহিলাসহ অন্তত ৩ জন ও পারা থানা এলাকায় শিশুসহ আরও মোট দুইজনের মৃত্যুর খবর পাওয়া যায়।
Leave a Reply