শেরপুর প্রতিনিধি:
শেরপুরে এ পর্যন্ত ৮৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ভর্তি হওয়া রোগীদের মধ্যে চিকিৎসা শেষে ৩৭ জন বাড়ি ফিরে গেছেন। আর ৯ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে জেলা সদর হাসপাতালে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
বুধবার (১৪ আগস্ট) বিকালে হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোবারক হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৮০ জন ঢাকা থেকে রোগ নিয়ে এসেছেন এবং তিনজন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।
Leave a Reply