সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।
বুধবারউপজেলার খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম দুদু মিয়া (৫২)। তিনি উপজেলার মোহনপুর গ্রামের প্রয়াত আলতাব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জমির মালিক দুদু মিয়া তার জমিতে চাষাবাদ করতে যায়। এসময় একই গ্রামের আরশ আলী ও জয়নাল মিয়া গংরা তাদের হাতে থাকা ছুরা দিয়ে দুদু মিয়াকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া স্থানীয়রা। দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোশাহিদ মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে।
Leave a Reply