নরসিংদী সংবাদদাতা: কেন্দ্রগুলোতে ছড়িয়ে পড়েছে যেন ঈদের আনন্দ। দেখা গেছে, বর্ষাধারার মধ্যেও প্রতিটি বিনোদন কেন্দ্রই জমজমাট। বিশেষ করে ঈদের পরদিন থেকে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে এসব বিনোদন স্থান। এদিকে ঈদকে ঘিরে নতুন নতুন রাইডস সংযোজনের পাশাপাশি বর্ণিল সাজে সাজানো হয়েছে পার্কগুলো। ফলে বিনোদন কেন্দ্রগুলোকে ঘিরেও বইছে যেন উৎসবের আমেজ।
নরসিংদীতে চমকে দেয়ার মতই বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র রয়েছে। আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র ‘ড্রিম হলিডে পার্ক, মাধবদী হেরিটেক রির্সোস, মরজাল ওয়ার্ন্ডার পার্ক, মনোহরদী বৈশাখী পার্ক বেলী, রায়পুরার পান্থশালা, শিবপুর চিনারদী বিল, সোনামুখী টেক, নরসিংদীর নাগরিয়াকান্দি মেঘনাপাড় শেখ হাসিনা সেতু, বাদুয়ারচর ব্রিজ এবং বেলাবতে প্রায় চার হাজার বছর আগের প্রাচীন বাংলার অনন্য প্রত্ননিদর্শন দেশের প্রথম উন্মুক্ত প্রত্ন জাদুঘর ওয়ারী-বটেশ্বর। বলা যায়, পুরো নরসিংদীই যেন পর্যটনজগত। আর তাই উৎসবে আনন্দে ভাসছে নরসিংদী। এ বছর ‘ড্রিম হলিডে পার্কে বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মাসেতু, কর্ণফুলী টানেলসহ সাম্প্রতিক সময়ে দেশের উল্লেখযোগ্য উন্নয়নের আদলে তৈরি স্থাপনা ছিল দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ। তাছাড়া বুলেট ট্রেন, এয়ার বাইসাইকেল, সোয়ান বোট, ওয়াটার বোট, রোলার কোস্টার, সুইং চেয়ার, স্পিডবোটসহ আন্তর্জাতিক মানের বিভিন্ন রাইডস উপভোগের পাশাপাশি সুইমিং পুলেও
শিশু রাইডগুলোতে উপচেপড়া ভিড়। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকছে পার্কটি।
ঈদের ছুটিতে প্রতিদিন বিকেলেই পার্কগুলোতে বেড়াতে আসাদের ভিড় জনসমুদ্রে রুপ নেয়। ঈদকে ঘিরে বাড়তি আনন্দ পেতে রিমঝিম বৃষ্টির মধ্যেও সপরিবার নিয়ে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেছে। ঈদের পরদিন ঢাকা থেকে বেড়াতে আসা আব্দুল্লাহ মামুন বলেন, ‘আত্মীয় স্বজন ও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে এখানে আসা। এই রিমঝিম বৃষ্টির মধ্যেও পরিবারের সদস্যদের নিয়ে দিনভর খুবই মজা হলো।’ জীপুর থেকে আসা ছোট শিশু ঈশিতা বলেন, ‘আমি আমার মা-বাবার সাথে এসেছি। এই পার্কেও বিভিন্ন রাইডসে উঠেছি। খুব মজা পেয়েছি। ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা বলেন, ‘দর্শনার্থীদের চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে প্রতিবছরই পার্কটিতে নতুন আকর্ষণ রাখার চেষ্টা করে থাকি। এবারও পার্কটিকে আরও আধুনিকায়ন করাসহ পদ্মাসেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ ব্যতিক্রমী নতুন সংযোজন রয়েছে। আশা করি দর্শকরা তাদের চাহিদা মতই ঈদ আনন্দ উপভোগ করতে পারছেন।’
Leave a Reply