নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে উপজেলায় শোক র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ইউএনও মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিরোধ যোদ্ধা পরিষদের সাধারণ সম্পাদক মানু মজুমদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, ক্যামিলিয়া মজুমদার, এসিল্যান্ড রুয়েল সি সাংমা, ওসি মো. মাজহারুল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু।
মুক্তিযোদ্ধা সুলতান গিয়াস উদ্দিনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, ভেটেরিনারি সার্জন ডা. ফারুক হোসেন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ইদ্রিস আলী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি রাজ্জাক আহম্মেদ রাজু, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মো. মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস প্রমুখ।
Leave a Reply