আন্তর্জাতিক ডেস্ক:
কাশ্মীর বিষয়ক ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরের বর্তমান অবস্থাকে গুজরাট দাঙ্গা ও বসনিয়ার স্রেব্রেনিকা গণহত্যার পূর্বপরিস্থিতি বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়াও মুসলিম নিধনের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস। এই দিবসকে ‘কালো দিবস’ ঘোষণা করেছে পাকিস্তান। এই কালো দিবস উপলক্ষ্যে এক টুইট বার্তায় কাশ্মীরে মুসলিম নিধনের আশঙ্কা করে ইমরান খান বলেন, বিশ্ব কি চুপ করে বসে কাশ্মীরে মুসলিম গণহত্যা দেখতে থাকবে? ইমরান খান আরও বলেন, ভারত সরকার বিগত ১২ দিন ধরে কাশ্মীরে কারফিউ জারি করে রেখেছে। বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কাশ্মীরিদের ইন্টারনেটসহ থেকে শুরু করে সকল ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
Leave a Reply