লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলায় ইয়াবাসহ মনির হোসেন (৪৫) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ভোরে সদর উপজেলার উত্তর টুমচর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মনির হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার সমসেরাবাদ গ্রামের শাহ আলমের ছেলে। জানা যায়, মনির সদর উপজেলার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দলের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক কারবার করে আসছেন। লক্ষ্মীপুর সদর উপজেলার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবু মুসা এ তথ্য নিশ্চিত করে জানান, সদর উপজেলার উত্তর টুমচর এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ মনির হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া আরও ৫টি মাদক মামলা রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Leave a Reply