বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলায় ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি মশক নিধন অভিযান চালিয়েছে জেলা পুলিশ। শুক্রবার উপজেলা সদরের ধুনট মোড় এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান। এ সময় পৌরসভার নয়টি ওয়ার্ডে মশার প্রজননস্থল ধ্বংস করতে ১৫টি ফগার মেশিন ও ৬টি স্প্রে মেশিনের মাধ্যমে কেমিক্যাল স্প্রে করে মশক নিধন অভিযান পরিচালিত হয়। বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞার (বার) সভাপতিত্বে এ অভিযানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. সফিজুল ইসলাম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান, তাপস কুমার, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযানে পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষক-সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষও অংশ নেয়।
Leave a Reply