ঢাকা: জঙ্গি উত্থানে আর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় জঙ্গি দমন সম্ভব হয়েছে বলেও জানান তিনি। শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে এক আলোচনা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, ভবিষ্যতে এদেশে আর কোনো জঙ্গির উত্থান ঘটবে না। বিদেশ থেকে কোনো জঙ্গি আসেনি। এইগুলো দেশেরই জঙ্গি। এদের কাছ থেকে দেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। তাদেরকে বাবা-মাও ফিরিয়ে দিয়েছে। সরকার এই ব্যাপারে শক্ত অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
Leave a Reply