নিজস্ব প্রতিবেদক:
মিরপুর ৭ নম্বর সেকশনের চলন্তিকা মোড় এলাকার ঝিলপাড়ের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট।
শনিবার য় বাম গণতান্ত্রিক জোটের নেতারা অগ্নিকাণ্ডে ভস্মীভূত এলাকা পরিদর্শনকালে সরকারের কাছে এ দাবি তুলে ধরেন। তারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সরকারকেই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করার প্রতিও জোর দেন নেতারা। এ সময় উপস্থিত ছিলেন, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা আব্দুস সাত্তার, খালেকুজ্জামান লিপন, সাজেদুল হক রুবেল, সীমা দত্ত, ডা. মুজিবুল হক এবং মামুন কবির।
উল্লেখ্য, শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটের দিকে মিরপুরের চলন্তিকা মোড় সংলগ্ন ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দীর্ঘ তিন ঘণ্টা ধরে ২৪টি ইউনিটের প্রচেষ্টায় রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে রাত দেড়টার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়। এ ঘটনায় প্রায় ৩ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়।
Leave a Reply