আন্তর্জাতিক ডেস্ক :
চলমান সংঘাত অবসানে সুদানের ক্ষমতাসীন সেনা সরকার এবং বেসামরিক বিরোধী জোট ক্ষমতার ভাগাভাগি নিয়ে ঐতিহাসিক একটি চুক্তিতে উপনীত হয়েছে।
শনিবার খার্তুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইথিওপিয়া, মিশর ও সাউথ সুদানের প্রেসিডেন্টরা উপস্থিত ছিলেন।
নতুন চুক্তিতে দেশ পরিচালনার জন্য আপাতত সেনা কর্মকর্তা এবং বেসামরিক দলের নেতাদের নিয়ে একটি গভার্নিং কাউন্সিল গঠন করা হবে। ওই কাউন্সিল নির্বাচন আয়োজন এবং ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পথ দেখাবে। হেমেতি এবং লেফ্টেন্যান্ট জেনারেল আব্দেল ফাত্তাহ আব্দেল রহমান বুরহান সেনা কাউন্সিলের পক্ষ থেকে এবং আহমেদ আল-রাবিয়ে গণতন্ত্রপন্থি ‘অ্যালিয়েন্স ফর ফ্রিডম অ্যান্ড চেঞ্জ আমব্রেলা’ গ্রুপের পক্ষ থেকে চুক্তিতে সই করেন।
গভার্নিং কাউন্সিলে ছয়জন বেসামরিক প্রতিনিধি এবং পাঁচজন জেনারেল থাকবেন। উভয় পক্ষ থেকে পর্যায়ক্রমে একজন করে কাউন্সিল প্রধান নির্বাচিত হবেন। আগামী সপ্তাহে একজন বেসামরিক প্রধানমন্ত্রী মনোনয়ন দেয়া হতে পারে বলে জানা গেছে।
Leave a Reply