চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরের খলিশাডুলি থেকে পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি। শনিবার রাতে ডিবি পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। রোববার দুপুরে এসপির কার্যালয়ে ডিবির ওসি নূর হোসেন মামুন প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
আটকরা হলেন কক্সবাজার জেলার নাফিতখালির বশির আহম্মদ, মহেশখালির খলিফা পাড়ার মো. সৈয়দ নূর, একই উপজেলার ঈদগাহ্ এলাকার মো. নাজির আহমেদ, আন্দামোহনার মনিরুল ইসলাম ও চাঁদপুরের মতলব উত্তরের বিল্লাল হোসেন।
ডিবির ওসি নূর হোসেন মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে খলিশাডুলির বনবিভাগ সড়কে ডা. নুরুল হকের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় মাদক ব্যবসায়ীদের আটক করা হলেও তাদের কাছে কোনো মাদক পাওয়া যাচ্ছিলো না।
পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে একজনের পেটের ভেতর ইয়াবা আছে বলে স্বীকার করে। পরে পুলিশ বশিরের পেট থেকে ৪০ প্যাকেট ইয়াবা উদ্ধার করে। এছাড়া আটক অপর দুইজনের কাছ থেকে মোট তিন লাখ ৪৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply