,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‘আরে রাস্তা… এমন রাস্তা হামার কপালেই আছে বাহে। বৃষ্টি আইলেই রাস্তা পুকুরে পরিণত হয়। ও চাচা শক্ত কইরে ধইরেন।
কুড়িগ্রামের যাত্রাপুর সড়কের নৌঘাঁট এলাকায় যাওয়ার সময় যাত্রীর উদ্দেশে এভাবেই কথাগুলো বলছিলেন অটোরিকশা চালক মো. ফারুক মিয়া।
কুড়িগ্রাম সদরের ধরলার পাড় হতে যাত্রাপুর সড়ক ভেঙ্গে প্রায় যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। জেলার উলিপুরের ধামশ্রেনী,ধরনীবাড়ী,হাতিয়া ইউনিয়নের বেশ কয়েকটি কাঁচা ও পাকা রাস্তা ভেঙ্গে চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
চিলমারী উপজেলার রানীগঞ্জ,রমনা,থানাহাট ইউনিয়নের ইউনিয়নের বেশ কয়েকটি কাঁচা ও পাকা রাস্তা ভেঙ্গে চলাচলে ভোগান্তিতে হাজারো মানুষ।
এছাড়াও রৌমারী, রাজিবপুর উপজেলার বেশ কয়েকটি কাঁচা ও পাকা রাস্তা ভেঙ্গে প্রায় অচল হয়ে পড়েছে।
এসকল সড়কের বিভিন্নস্থানে খানাখন্দের কারণে বর্তমানে যান চলাচলে যেমন বিঘ্ন সৃষ্টি হচ্ছে, তেমনি নাকাল হচ্ছেন চালক, যাত্রী ও পথচারীরা। এতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর বৃষ্টি-কাদায় একাকার এবং শুকনো মৌসুমে ধুলায় অন্ধকার হয়ে যাওয়া সড়কে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা লেগেই থাকছে।
এবারের ভয়াবহ বন্যায় ও বর্তমানে বৃষ্টিতে সড়কে বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে। পথচারীদের দুর্ভোগ লাঘবে এবং দুর্ঘটনা এড়াতে রাস্তার মাঝে বেড়া দিয়েছে এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়,সড়কের বিভিন্ন অংশে ছোট-বড় অসংখ্য গর্ত। সড়কের বেহাল দশার কারণে প্রতিনিয়তই বিকল হচ্ছে যানবাহন। জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে দ্বিগুণ। সংশ্লিষ্ট দপ্তর থেকে সরকার কর্তৃক পুনঃ মেরামতের দাবী ভূক্তভোগীদের।
Leave a Reply