নিজস্ব প্রতিবেদক:
ছবি- সংগৃহীত
রাজধানীর মিরপুরের কুখ্যাত ‘শাহাদাত বাহিনীর সদস্য কিলার মিঠু ওরফে নজরুলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৪-এর এএসপি সাজেদুল ইসলাম সজল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সাভারের হেমায়েতপুর বাস টার্মিনালের দক্ষিণ পাশে রাস্তায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ মিঠুকে গ্রেফতার করা হয়। নি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠু শাহাদাত বাহিনীর কিলিং মিশনের অন্যতম সদস্য বলে জানান। শাহাদাত বাহিনীর প্রধান শাহাদাতের সঙ্গে চুক্তির মাধ্যমে হত্যাকাণ্ড ঘটাতো মিঠু। তার নামে একাধিক হত্যা ও অস্ত্র মামলা রয়েছে।
Leave a Reply