চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ার আমজুরহাট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার পটিয়ার কাগজিপাড়ার জহির আহমেদের ছেলে রফিকুল ইসলাম আরজু ও সুচক্রদণ্ডীর আব্দুল খালেকের ছেলে মো. শাহজাহান। সম্পর্কে তারা শ্যালক-দুলাভাই হন।
স্বজনদের বরাত দিয়ে পটিয়া হাসপাতালের চিকিৎসক সৌমেন বড়ুয়া বলেন, শ্যালক ও দুলাভাই মোটরসাইকেলে চট্টগ্রাম শহর থেকে পটিয়ার বাড়িতে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেল ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।
তিনি আরো জানান, রাত সাড় ১০ টায় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শ্যালক ও দুলাভাইকে হাসপাতালে নিয়ে আসেন। তবে তাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। দুইজনই ঘটনাস্থলে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply