গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় পৃথক অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার জাহিদুল ইসলাম (৩৮) এবং সদর উপজেলায় শ্যামল কুমার (৩৪) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ আগস্ট) রাত ১২ টার দিকে গোবিন্দগঞ্জ থানার সাপমারা ইউরিয়নের কামারপাড়া এলাকা থেকে জাহিদকে আটক করা হয়। মাদক কারবারি জাহিদুল ইসলাম উপজেলার চক রহিমাপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও হেরোইনের মূল্য ৫ লক্ষ ৪৫ হাজার টাকা। তার বিরুদ্ধে আরও পাচঁটি মাদক মামলা রয়েছে । এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। একিদে সদর উপজেলায় শ্যামল কুমার নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান সদর উপজেলার বিষ্নপুর এলাকা থেকে শ্যামলকে গ্রেফতার করা হয়। এ সময় শ্যামলের কাছ থেকে ১ হাজার ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি একাধিক মাদক মামলার আসামি। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply