সাভার প্রতিনিধি :
প্রতীকী ছবি
এক নবজাতকের পলিথিনে মোড়ানো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়ায় মধ্য গাজীরচট বটতলা এলাকায় সড়কের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। আশুলিয়া থানার এসআই রকিবুল হাসান জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় সড়কের পাশে পড়ে থাকা পলিথিনে মোড়ানো ওই নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে তার পরিচয় না পাওয়ায় স্থানীয়দের মাধ্যমে মাটি দেয়ার ব্যবস্থা করা হয়।
তিনি আরো বলেন নবজাতকের পরিবারকে শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply