(চুয়াডাঙ্গা) প্রতিনিধি :
ঝিনাইদহ র্যাব-৬ এর পৃথক অভিযানে মঙ্গলবার দুপুরে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- দামুড়হুদা উপজেলার দর্শনা ইশ্বর চন্দ্রপুর গ্রামের আনোয়ার মণ্ডলের ছেলে মন্টু মিয়া ও জীবননগর উপজেলা গোয়ালপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে সামাউল হক।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত এসপি মাসুদ আলম মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা-জীবননগর হাইওয়ে সড়কের আকন্দবাড়িয়া বটতলা থেকে ১০৪ বোতল ফেনসিডিলসহ মন্টু মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ওইদিন দুপুরে অভিযান চালিয়ে জীবননগর উপজেলার শেয়ালমাড়ী পশুহাট সংলগ্ন এলাকা থেকে ৫শ’ গ্রাম গাঁজাসহ সামাউলকে আটক করা হয়।
পরে আটকদের মাদক আইনে পৃথক মামলা দায়েরর পর চুয়াডাঙ্গা জেলা সদর এবং জীবননগর থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply