জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদরের রানাগাছা এলাকায় রেল লাইনের উপর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে জামালপুর রেলওয়ে পুলিশ।
বুধবার লাশটি উদ্ধার করা হয়। জানা যায়, সকালে স্থানীয় লোকজন ওই নারীর ডান হাত ও বাম পা কাটা অবস্থায় রেল লাইনের উপরে লাশটি পড়ে থাকতে দেখে রেল পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে রেল থানায় নিয়ে আসে। বিভিন্ন আলামত উদ্ধার করে লাশটিকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নিহত নারী সেলোয়ার কামিজ পরিহিত ছিল।
জামালপুর রেলওয়ে থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।
Leave a Reply