লোহাগাড়া প্রতিনিধি:
৯১ বছর বয়সেও বয়স্ক ভাতা থেকে বঞ্চিত গুনু মিয়া নামে এক বৃদ্ধ। তিনি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া বেতুয়াপাড়ার মৃত নিয়ামত আলীর পুত্র। তার স্ত্রী ফাতেমা খাতুনের বয়সও প্রায় ৮২ বছর। কিন্তু স্বামী-স্ত্রী কেউ কোন প্রকার সরকারি ভাতা পান না। গুনু মিয়া দুঃখ করে বলেন, এলাকায় তার ২৫/২০ বছরের ছোটরা বয়স্ক ভাতা পায়। কিন্তু তারা স্বামী-স্ত্রী উভয়েই বয়স্ক ভাতা থেকে বঞ্চিত। ৪ ছেলে ও ৪ কন্যা সন্তানের জনক গুনু মিয়া। ছেলে-মেয়েরা নিজ নিজ সংসার নিয়েই ব্যস্ত। মা-বাবার খোঁজ খবর রাখেন না।
নিজের জায়গা জমি না থাকায় বর্গায় চাষবাস করতেন। এখন বয়স হওয়ায় তা সম্ভব হয় না। গুনু মিয়া এখন কানেও তেমন একটা শোনেন না। কর্মশক্তিও নেই। তবুও জীবিকা নির্বাহের জন্য এই বয়সেও তাকে বাধ্য হয়ে ক্ষেত খামারে কাজ করতে হয়। এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন জানান, বয়স্ক ভাতা পেতে আবেদন করলে আগামী অর্থ বছরে গুনু মিয়ার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
Leave a Reply