ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বারোবাজার ইউপির হাসিলবাগ গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ওই গ্রামের প্রিন্স ও নয়ন হোসেন।
ভুক্তভোগীর বাবা জানান, সন্ধ্যার পর প্রতিবেশীর বাড়িতে যাওয়ার সময় প্রিন্স, নয়ন ও রাসেল মিলে স্কুলছাত্রীর মুখ চেপে ধরে। এরপর তারা পাশের একটি বাগানের ভেতরে নিয়ে চেতনাশক ওষুধ খাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরে স্কুলছাত্রীকে অচেতন অবস্থা পড়ে দেখে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতেই ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ঝিনাইদ সদর হাসপাতালে পাঠান।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা তিনজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ মূল অভিযুক্ত প্রিন্স ও নয়নকে আটক করেছে।
Leave a Reply