ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ‘ব্রিটিশ কাউন্সিল প্লাটফর্মস ফর ডায়ালগ’ প্রকল্পের বাস্তবায়নে দেওড়া মিতালী সমাজ কল্যাণ সমিতির সহায়তায় মানববন্ধন চলাকালে দেওড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিলাত খাঁ’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন। ম্যাপ সদস্য মেহেদি হাসান রজতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ ও প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বদর উদ্দিন, মহিলা কলেজের প্রভাষক ও প্রেসক্লাবের সম্পাদক এবং মিতালীর সভাপতি মোহাম্মদ মাহবুব খান বাবুল, সহকারী প্রধান শিক্ষক মো. আয়ুবুর রহমান, সহকারী শিক্ষক মো. আক্তার হোসেন ও মো. ইউনুছুল হক প্রমুখ।
Leave a Reply