আন্তর্জাতিক ডেস্ক:
হাঙ্গেরির উত্তরাঞ্চলে কিসমারোসে হওয়া ট্রেন দুর্ঘটনায় দক্ষিন কোরিয়ার তিন নাগরিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) হাঙ্গেরি পুলিশের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। হাঙ্গেরি পুলিশের ওই বিবৃতিতে বলা হয়, বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় কিসমারোসে হওয়া ট্রেন দুর্ঘটনায় দক্ষিণ কোরিয়ার তিন নাগরিক নিহত হয়েছে ওই বিবৃতিতে আরও বলা হয়, ওয়ারসো থেকে বুদাপেস্টের উদ্দেশে রওনা করা ‘দ্য বাথরি ইউরোসিটি এক্সপ্রেস’ ট্রেনটি কিসমারস এবং নাগ্যমারোসের মধ্যবর্তী রেলক্রসিংয়ে একটি গাড়িকে ধাক্কা মারে। এতে গাড়িতে থাকা তিনজন নিহত হয়। লিশের তথ্য মতে, লাল আলোর সিগন্যাল থাকার পরে গাড়িটি রেললাইন ক্রস করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। গত মে মাসে বুদাপেস্টে ভাইকিং সিগিন হোটেলের একটি জাহাজ ডুবে ২৮ জন নিহত হয়েছিল। ওই ঘটনার তিন মাস পরে এই দুর্ঘটনাটি ঘটলো।
Leave a Reply