শারমিন আক্তার:
আলী আহমদ স্কুল এন্ড কলেজের ছাত্রী তানজিলা আক্তার রুপার হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন থেকে ফাঁসির দাবি জানানো হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ১০ আগস্ট রুপার ভাই জুবায়ের মতিঝিলের সিটি সেন্টারে ডেকে নিয়ে যায়। সেখানে রুপাকে গলা টিপে হত্যা করে ১৫ তলা থেকে ফেলে দেয়। শিক্ষার্থীরা আরও বলেন, অবিলম্বে এই হত্যার সুষ্ঠু তদন্ত করে খুনিকে ফাঁসি দেওয়া হোক এবং আর যাতে কোনও শিক্ষার্থী এভাবে নিহত না হয় তার ব্যবস্থা করা হোক। মানববন্ধনে আলী আহমদ স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে মেধাবী ছাত্রী তানজিলা আক্তার রুপার হত্যাকারীর ফাঁসির দাবিতে আলী আহমদ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন।
Leave a Reply