নাটোর প্রতিনিধি:
ছবি: সংগৃহীত
নাটোর সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুব হায়দার মিন্টুকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় শহরের বঙ্গজল এলাকায় নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। এ সময় মিন্টুর মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত যুবলীগ নেতা মিন্টু শহরের উত্তর চৌকিরপাড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে এবং বগুড়ার ইউনিক কনসালটেশন ফার্মের ব্যবস্থাপক। হাসপাতালে চিকিৎসাধীন মিন্টু জানান, বৃহস্পতিবার বগুড়া থেকে নাটোরে বাড়িতে আসেন। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে ঢাকা যাওয়ার উদ্দেশে রাত সাড়ে ১১টায় বাসা থেকে বের হলে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে জিম্মি করে বাড়ির পাশে ট্রমা সেন্টারের সামনে নিয়ে যায়। সেখানে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তাকে বাঁচাতে এসে সুমন নামে এক যুবক মারধরের শিকার হন। দুর্বৃত্তরা মোটরসাইকেল ভাঙচুর করে এবং নগদ টাকা, মোবাইল, চেক বই নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানার ওসি কাজী জালাল উদ্দীন আহমেদ জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply