ফরজুন আক্তার মনি:
চট্টগ্রামে হালিহশর আগ্রাবাদে শুক্রবার ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও লায়ন্স জেলার যৌথ উদ্যেগে আগ্রাবাদ মুন্সীপাড়া ২৪ নং ওয়ার্ডের সমাজ কল্যান কার্যালয়ে ফ্রি চিকিৎসাসহ ঔষধ বিতরণ চক্ষুসেবা, বিনামূল্য মশারী ও গাছের চারা বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও লায়ন্স জেলার যৌথ উদ্যেগে আগ্রাবাদ মুন্সীপাড়া ২৪ নং ওয়ার্ডের সমাজ কল্যান কার্যালয়ে ফ্রি চিকিৎসাসহ ঔষধ বিতরণ চক্ষুসেবা, বিনামূল্য মশারী ও গাছের চারা বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মহতী অনুষ্ঠানে জেলা কমিটির সভাপতি এডভোকেট এস.এম. ফারুক এপিপি’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ২৪নং ওয়ার্ড কাউন্সিলর নাজমূল হক (ডিউক) ও ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এস.এম এরশাদুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন লায়ন কামরুল মালেক এম.জে.এফ, জেলা গভর্ণর, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ , বি-৪ বাংলাদেশ।প্রধান বক্তা ছিলেন ডাঃ মোহাম্মদ আরিফুল আমীন,জয়েন্ট সেক্রেটারী , আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, প্রধান আলোচক ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও চ্যানেল কর্ণফুলীর চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ। মহাসচীব – আব্দুল মান্নান, সিনিয়র ভাইস চেয়ারম্যান -রোকসানা মাহবুবা, খোরশেদ আলম, ব্যুরো চীফ (আনন্দ টিভি), সাধারণ সম্পাদক – সাজ্জাদ আহমেদ সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক- মোঃ নুরুল ইসলাম (চট্টগ্রাম জেলা কমিটি) , সভাপতি, ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ- সৈয়দ মোঃ জাকারিয়া , সহ-সভাপতি – অধ্যাপক মিল্টন কুমার নাথ, তানজিলা নাজনীন হিরা, মোঃ ফারুক আহমেদ, সদস্য- শারমীন শরীফ, কানিজ ফাতিমা, মুনিরা জাহিন প্রমুখ। এছাড়া লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি-৪, বাংলাদেশ’র পক্ষে উপস্থিত ছিলেন, লায়ন আশরাফুল আলম আরজু কেবিনেট ট্রেজারার, রিজিউন চেয়ারপার্সন লায়ন অশেষ কুমার উকিল, রিজিউন চেয়ারপার্সন লায়ন এড. নুরুল ইসলাম, লায়ন ফাতেমা রহমান, জুন চেয়ারপার্সন-লায়ন ডাঃ মেজাবাহ উদ্দীন তুহিন, লায়ন মোঃ আব্দুল মান্নান, লায়ন জিন্নাত কুমার রিতা, জেলা চেয়ারপার্সন লায়ন এম.এইচ. রানা, সভাপতি – লায়ন ক্লাব অব চিটাগাং এঞ্জেল – লায়ন এড. সরোয়ার লাভলু, সভাপতি লায়ন ক্লাব অব খাতুনগঞ্জ – লায়ন মোঃ আকতারুজ্জামান, লায়ন ক্লাব গোল্ডেন সিটি- লায়ন মোঃ আলমগীর হোসেন বাবু, সাধারণ সম্পাদক – লায়ন ক্লাব অব চিটাগাং এঞ্জেল- লায়ন এনায়েত, সার্ভিস চেয়ারপার্সন চিটাগাং এঞ্জেল- লায়ন মোঃ সাজাহান, কোষাধ্যক্ষ্য- লায়ন ক্লাব অব চিটাগাং এঞ্জেল , লায়ন রোকসানা মাহাবুবা, প্রথম সহ- সভাপতি চিটাগাং এঞ্জেল-লায়ন মোঃ মুজিবুল হক সোহেল, রিজিউন চেয়ারপার্সন- লিউ এম এ এলাহী আরাফাত, রিজিউন চেয়ারপার্সন- মোঃ ওমর ফারুক, লিউ ক্লাব অব সীতাকুন্ড- জিয়াউল হক আরিফ, লিউ ক্লাব মহানগর- লিউ জাহিদ হাসান প্রিমন, লিউ গোল্ডেন স্টার – লিউ মুন্না, লিউ ক্লাব খুলশী – লিউ মোঃ জাহিদ, লিউ ইসমাইল আলভী, লিউ সালাহউদ্দীন আমিন,লিউ মুনিরুল ইসলাম, লায়ন জাহিদুল আলম বাবলু, লায়ন মিল্টন খন্দকার, লায়ন হালিমা চৌধুরী, লায়ন ফাহিমা চৌধুরী, আশরাফুল আমিন ভূইয়া,সাংবাদিক ফরজুন আক্তার মনি। সভায় বক্তারা এ ধরনের মানব সেবা কার্যক্রমে ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে ডেঙ্গু সচেতনতার ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের সমাজসেবা ও পরিবেশ উন্নয়ন কার্যক্রম চালিয়ে নেয়ার জন্য সবার সহযোগিতা কামনা করি।
Leave a Reply