লাইফস্টাইল ডেস্ক
তেলাপোকা বেশ যন্ত্রণার কারণ হয়ে থাকে গৃহিণীদের কাছে। নানান অসুখ বহনকারী এই পোকাটি দূর করতে কত কিছুই করতে হয়। তবুও কোনভাবেই যেন নিঃশেষ করা যায় না এটিকে। তবে ইন্সেক্ট কিলার জাতীয় ওষুধ দিয়ে তেলাপোকাসহ অন্যান্য পোকা দূর করা গেলেও এটি মানব দেহেরও বেশ ক্ষতি করে থাকে বলে জানিয়েছেন গবেষকরা। তবে বিকল্প ব্যবস্থাও রয়েছে তেলাপোকার উপদ্রব কমানোর জন্য। প্রাকৃতিক উপায়ে খুব সহজেই দূর করা যায় তেলাপোকা। চলুন জেনে নেওয়া যাক।
তেজপাতা :
বেশ কয়েকটি তেজপাতা নিয়ে গ্রিন্ডারে গুঁড়ো করে নিতে হবে প্রথমেই। এবার এগুলো ছড়িয়ে রাখুন ঘরের আনাচেকানাচে যেখানে তেলাপোকার আনাগোনা বেশি। দেখবেন কমে এসেছে তেলাপোকার আনাগোনা।
রসুন :
প্রথমে ১ লিটার পরিমাণ পানি নিন। এরমধ্যে একটি রসুনের কোয়া, এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো এবং ১টি পেঁয়াজ বাটা মিশিয়ে নিন। ঘণ্টাখানেক রেখে দিন। এরপর এরমধ্যে ১ টেবিল চামচ ল্কুইড সোপ মিশিয়ে তেলাপোকার আবাসস্থলে এটি ছিটিয়ে দিন। তেলাপোকা ধ্বংস হয়ে যাবে।
চিনি :
যদিও চিনিতেও মুখ দেয় তেলাপোকা তবে কখনো কখনো চিনিই তেলাপোকা দূর করে থাকে। ২ টেবিল চামচ চিনির সাথে সমপরিমাণ বোরিক পাউডার মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি অল্প অল্প করে ঘরের বিভিন্ন স্থানে রেখে দিন। এতে করে খুব সহজেই দূর হয়ে যাবে তেলাপোকার উপদ্রব।
ন্যাপথলিন :
ন্যাপথলিনের গন্ধ সহ্য করতে পারে না তেলাপোকা। যেসব জায়গায় তেলাপোকার উপদ্রব বেশি সেখানে কয়েকটি ন্যাপথলিন রেখে দিন।
এছাড়া লবঙ্গ এবং নিমপাতা রেখে দিলেও দূর হয়ে যাবে তেলাপোকা।
Leave a Reply