মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলায় ছুরিকাঘাতে মো. আব্দুল জলিল (৪২) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় জলিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পঞ্চসারের চর সন্তোশ এলাকায় এই ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত মমতাজ আলীর ছেলে। স্থানীয়রা জানায়, চর মুক্তারপুর এলাকার রহিম মেম্বারের লোকজন পূর্ব শত্রুতার জের ধরে অতির্কিতভাবে হামলা চালায় আব্দুল জলিলের ওপর। এতে জলিলের বুকে ছুরি দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. তোফাজ্জল হোসেন জানান, অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সালাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply