বগুড়ার প্রতিনিধি :
বগুড়ার ধুনট উপজেলায় শাশুড়ির সঙ্গে কলহের জেরে ববি খাতুন (২৫) নামে এক গৃহবধূ নিজের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার ভুতবাড়ি গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। গৃহবধূ ববি খাতুন ওই গ্রামের বেলাল হোসেনের স্ত্রী।এলাকাবাসী জানায়, বেলাল হোসেন পেশায় একজন কাঠমিস্ত্রি। চাঁপাইনবাবগঞ্জ এলাকায় কাঠের আসবাবপত্র তৈরিকালে ববির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর প্রায় আট বছর আগে ববি খাতুনকে বিয়ে করেন তিনি। সংসার জীবনে তাদের দুই সন্তানের জন্ম হয়। এরপর তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিল।এক পর্যায়ে জীবিকার তাগিদে স্ত্রীকে ভুতবাড়ি গ্রামে মায়ের কাছে রেখে হতদরিদ্র বেলাল হোসেন টাঙ্গাইল এলাকায় কাঠমিস্ত্রির কাজ করতে শুরু করেন। এ দিকে পারিবারের বিভিন্ন বিষয় নিয়ে বউ-শাশুড়ির মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হয়। এমতাবস্থায় শুক্রবার দুপুরের দিকে বউ ও শাশুড়ির মধ্যে পুনরায় বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের এক পর্যায়ে শাশুড়ির ওপর ক্ষিপ্ত হয়ে ববি খাতুন নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এতে আগুনে তার শরীরের ৪০ শতাংশ পুড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ব্যাপারে গৃহবধূর স্বামী বেলাল হোসেন জানান, বিয়ের পর থেকেই তার মায়ের সঙ্গে স্ত্রীর ঝগড়া-বিবাদ হতো। অনেক চেষ্টার পরও তাদের মধ্যে সমঝোতা করতে পারেননি তিনি। এক পর্যায়ে শুক্রবার দুপুরের দিকে ববি তার নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ঘটনাটি নিয়ে কেউ থানায় অভিযোগ করেনি। এরপরও খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
Leave a Reply