পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে যাচ্ছে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইন। চলতি মাসের ইন্দোবাংলা পাইপলাইনের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকবার জরিপ হয়েছে। বর্তমানে জমি অধিগ্রহণের জন্য তালিকা করা হচ্ছে। এদিকে,পাইপলাইন দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের শিলিগুড়ির নুমালীগড় তেল শোধনাগার থেকে জ্বালানি তেল বাংলাদেশে আমদানী করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে জ্বালানী তেলের সরবরাহ বাড়ার পাশাপাশি দামও কমার সম্ভাবনা রয়েছে। জানা যায়, বিগত বছরের ১৮ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পাইপ লাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের শিলিগুড়ির নুমালীগড় তেল শোধনাগার থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর ডিপোতে জ্বালানি তেল সরবরাহ করা হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ২২ ইঞ্চি ব্যাসের এ পাইপলাইন দিয়ে বছরে ১০ লাখ মেট্রিকটন তেল সরবরাহ করা যাবে। এ পাইপলাইন ৫২০ কোটি টাকা নির্মাণ ব্যায়ের মধ্যে ভারত ৩০৩ কোটি রুপি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ২১৭ কোটি টাকা যৌথভাবে নির্মাণে ব্যয় করবে। এ পাইপ লাইনের মোট দৈর্ঘ্য ১৩০ কিলোমিটার। এর মধ্যে ৫ কি.মি রয়েছে ভারতে। প্রকল্পটি বাস্তবায়ন হতে সময় লাগবে তিনবছর। প্রকল্প বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষ জ্বালানি সমস্যা থেকে মুক্তি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। পঞ্চগড় জেলায় ৬৭ কিলোমিটার পেরিয়ে, ঠাকুরগাঁও অতিক্রম করে পাইপ লাইনটি দিনাজপুর জেলার পার্বতীপুরে পৌছাবে। ইতোমধ্যে পাইপ লাইন নির্মাণ পক্রিয়া শুরু হয়েছে। পঞ্চগড়ে চলছে জমি অধিগ্রহণের কাজ। জমি অধিগ্রহণের জন্য সাড়ে চার হাজার প্লটের কাগজ পত্র সংগ্রহ করেছে জেলা প্রশাসন। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান দৈনিক অধিকারকে বলেন, ইন্দোবাংলা পাইপলাইনের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকবার জরিপ হয়েছে। বর্তমানে জমি অধিগ্রহণের জন্য তালিকা করা হচ্ছে।
Leave a Reply