মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। শনিবার সকালে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন ফিতা কেটে এই মেলার উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষে শনিবার সকালে বৃক্ষরোপণ সচেতনতায় একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় এক সংক্ষিপ্ত আলোচনায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিনের পরিচালনায় ও জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন প্রমুখ। এবারের বৃক্ষমেলার প্রতিপাদ্য বিষয় হলো- ‘পরিকল্পিত ফলচাষ যোগাবে পুষ্টিসম্মত খাবার’।
Leave a Reply