শিক্ষা ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত জনগোষ্ঠীর এক বিশাল অংশ পাহাড়বেষ্টিত। রাস্তাঘাটের সমস্যা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যালয়ের অভাবে পাহাড়বেষ্টিত এলাকার মানুষরা শিক্ষার আলো থেকে পিছিয়ে পড়ছে। এমনি একটি পাহাড়ি এলাকা হলো শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নে অবস্থিত লাংলিয়াছড়া।
এই গ্রামের অধিকাংশ শিশু কিশোররাই শিক্ষার আলো থেকে বঞ্চিত। এ সকল শিশু কিশোরদের শিক্ষার আলোয় আলোকিত করতে এগিয়ে এসেছে সেতুবন্ধন হোয়াটসঅ্যাপ গ্রুপ। তাদের অর্থায়নে চালু করা হচ্ছে লাংলিয়াছড়া সেতুবন্ধন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
শনিবার সকালে লাংলিয়াছড়ায় এই প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সেতুবন্ধন হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী রেফুল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, ইউপি সদস্য রিপন রায় ও স্থানীয় বাসিন্দারা।ভবনের কার্যক্রম উদ্বোধন শেষে সেতুবন্ধন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা অর্ধশতাধিক শিশু শিক্ষার্থীর মধ্যে বই, খাতা, কলম ও স্কুল ব্যাগ বিতরণ করেন।
Leave a Reply