বগুড়া প্রতিনিধি:
বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন বগুড়ার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সমাবেশ, লিফলেট বিতরণ ও সচেতনতামূলক শোভাযাত্রা।শনিবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে কর্মসূচির আওতায় শহরে অনুষ্ঠিত শোভাযাত্রায় ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের হলদে পাখি, রেঞ্জার্স, হাইড ও গাইডারেরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার তহমিনা খাতুন। সমাবেশে জনসাধারণকে সচেতন করতে বক্তারা বলেন, স্বল্প জলাবদ্ধতার জায়গা (এসির পানি, ফ্রিজের পানি, টবের পানি, পরিত্যক্ত টায়ারের পানি) নিয়মিত পরিষ্কার করতে হবে।
দিনের বেলাতেও মশারি ব্যবহার করতে হবে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে কার্যকর অ্যারোসল স্প্রে করতে হবে পাশাপাশি ফুল হাতা জামা পরিধান ও মশক নিধন ক্রিম ব্যবহার করতে হবে। পরে লিফলেটের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন উপায় জানানো হয়। শোভাযাত্রাসহ এসকল কর্মসূচিতে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তাপসী রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ভাণ্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়, কৈচড় বালিকা উচ্চ বিদ্যালয়, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ছয় পুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব আব্দুল করিম বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
Leave a Reply