যশোর প্রতিনিধি :
যশোরের চৌগাছা উপজেলায় এক শিশুকে (৬) তুলে নিয়ে ধর্ষণ করেছে এক যুবক। শনিবার বিকালে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক শিব রায় (১৯) উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের দেবালয় গ্রামের সুকুমার রায়ের ছেলে। ধর্ষণের শিকার শিশুটিকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
ভিকটিমের স্বজনরা জানান, শনিবার একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে অন্য শিশুদের সঙ্গে বাড়ির বাইরে খেলা করছিল। সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় শিব রায়। এর কিছুক্ষণ পর হঠাৎ শিশুটি কাঁদতে কাঁদতে তার মায়ের দিকে ছুটে আসে। শিশুটির মা তাকে কোলে নিয়ে রক্তক্ষরণ হতে দেখে তার কাছে জানতে চাইলে সে জানায়, শিব রায় তাকে কষ্ট দিয়েছে।
পরে রক্তক্ষরণ অব্যাহত থাকায় তাকে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। চৌগাছা থানা পুলিশের ওসি রিফাত খান রাজিব জানান, শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিব রায় পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply