ক্রীড়া ডেস্ক:
ইতালিয়ান ঘরোয়া লিগ সেরি আ’য় যেমন জুভেন্তাস একাই রাজত্ব করছে ঠিক জার্মান বুন্দেসলিগায় ও বায়ার্ন মিউনিখ রাজত্ব করছে; টানা নবম শিরোপা জয়ের লক্ষ্যে জুভেন্তাস গতকাল নিজের প্রথম ম্যাচে জয় পায়; একই রাতে জার্মান জায়ান্ট বায়ার্নও নিজেদের টানা অষ্টম শিরোপার লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয়! শনিবার শালকে ৩-০ গোলে হারায় বায়ার্ন। দলের হয়ে দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত হ্যাটট্রি করেন রবার্ট লেভানদোস্কি।
নিজেদের প্রথম ম্যাচে বায়ার্ন বার্লিনের সঙ্গে ২-২ ড্র করেছিল। স্থানীয় সময় বিকালে লিগের দ্বিতীয় রাউন্ডে ম্যাচের ২০তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন লেভানদোস্কি। আর দ্বিতীয়ার্ধে ৫০তম ও ৭৫তম মিনিটে লক্ষ্যভেদ করে লিগে নবম হ্যাটট্রিক পূরণ করেন পোলিশ এই স্ট্রাইকার।চলতি লিগে লেভানদোস্কি এটি পঞ্চম গোল। হের্টা বার্লিনের বিপক্ষে দলের দুটি গোলই করেছিলেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। আগামী ৩১ আগস্ট তৃতীয় ম্যাচে মাঠে নামবে বায়ার্ন।
Leave a Reply