বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে দুর্বৃত্তেদের ছুরিকাঘাতে মোরশেদ মো.ইউনুছ রিফাত (২৪) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত ৯ টার দিকে বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল কাজী রাস্তার খতিব বাগিচার মুখে এ ঘটনা ঘটে। ঘটনার সময় রিফাতের মুখে মরিচের গুড়ো ছিটিয়ে শরীরের তিন স্থানে ছুরিকাঘাত করে একটি সাইকেল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
পরে গুরুতর আহত রিফাতকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহত মোরশেদ মো. ইউনুছ প্রকাশ রিফাত পশ্চিম কধুরখীল সিনিয়র মাদ্রাসা এলাকার আবদুল ছালামের বাপের বাড়ির মো. নাসির উদ্দিনের ছেলে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্চয় সেন ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করে বলেন, রিফাতের শরীরের তিন স্থানে গুরুতর জখম হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply