যুগ-যুগান্তর ডেস্ক :
পায়ের পেশির চোট পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় রিয়াল বেতিসের বিপক্ষে বার্সেলোনা তারকা লিওনেল মেসির খেলা হচ্ছে না বলে জানিয়েছেন ক্লাবটির কোচ এরনেস্তো ভালভেরদে।কাম্প নউয়ে রোববার বাংলাদেশ সময় রাত একটায় লা লিগার ম্যাচে বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা।
ধারণা করা হচ্ছিল চোট কাটিয়ে ম্যাচটির মধ্য দিয়ে নতুন মৌসুম শুরু করতে পারবেন মেসি।মেসিহীন দল নিয়ে গত আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করে বার্সেলোনা।বেশ কিছু দিন ধরে পায়ের পেশির চোটের সমস্যায় ভুগছেন মেসি। চলতি সপ্তাহে অনুশীলনে ফিরলেও চোট সারছে না। শুক্রবার অনুশীলনের সময় ফের অস্বস্তি বোধ করেন কাতালান ক্লাবটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
শনিবার আবারও তাকে একা অনুশীলন করানোর সিদ্ধান্ত নেয় ক্লাব।এমন অবস্থায় মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে। যদিও আক্রমণভাগে তেমন কোনো বিকল্প নেই তার। চোটের কারণে বেতিসের বিপক্ষে আগে থেকেই অনিশ্চিত দলের আক্রমণভাগের দুই তারকা খেলোয়াড় লুইস সুয়ারেস ও উসমানে দেম্বেলে। মেসি প্রসঙ্গে বার্সেলোনা কোচ বলেন, “মেসি শতভাগ ফিট না হলে খেলবে না।চোটের কারণে চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে বার্সেলোনার প্রাক-মৌসুম সফরেও ছিলেন না মেসি।
Leave a Reply