শিক্ষা ডেস্ক:
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা নিতে গঠন করা হচ্ছে প্রাথমিক শিক্ষা বোর্ড। ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) এ বোর্ড করার প্রক্রিয়া শুরুও করেছে বলে সংশ্লিষ্টসূত্রে জানা গেছে।জানা যায়, প্রাথমিক শিক্ষা বোর্ড হলে এর অধীনে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এ. এফ. এম মনজুর কাদির সাংবাদিকদের জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে।
যেহেতু প্রতি বছর বিপুল শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে, তাই শুধু অধিদফতরের পক্ষে এই পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়েছে। এতে অধিদফতরের অন্যান্য কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন জানান, প্রাথমিক শিক্ষা বোর্ড করার জন্য আইন করতে হবে। সেটির প্রক্রিয়া শুরু করা হয়েছে।প্রসঙ্গত, বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৬ হাজার। প্রতিবছর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয় প্রায় ৩০ লাখের মতো শিক্ষার্থী।
Leave a Reply