কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাহফুজা আক্তার (৯) নামে এক শিশু মারা গেছে। রবিবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।মাহফুজা আক্তার কিশোরগঞ্জের পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বড়িল্লা গ্রামের আবুল মনসুরের মেয়ে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সঙ্কটাপন্ন অবস্থায় সকাল ৮টা ৫০ মিনিটে পরিবারের লোকজন শিশুটিকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। এর কিছুক্ষণ পরই শিশুটির মৃত্যু হয়।হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইফতেখার উদ্দিন জানান, শিশুটিকে যখন ভর্তি করা হয়, তখন সে খুব দুর্বল ছিল। আমরা শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করার সময়টুকুও পাইনি। এর আগেই সে মারা যায়। তবে উপসর্গ দেখে ধারণা করছি, শিশুটি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল।
Leave a Reply