যুগ-যুগান্তর ডেস্ক :
তুরস্কে আড়াই হাজার বছরের পুরোনো ডাকঘরের সন্ধান পেয়েছে প্রত্নতত্ত্ব গবেষকেরা। কৃষ্ণসাগর উপকূলীয় প্রদেশ আমাসায়ার একটি গ্রামে প্রাচীন এই নিদর্শন আবিষ্কৃত হয়।ডেইলি সাবাহ জানায়, পার্সিয়ান সভ্যতার নিদর্শন খোঁজে চার বছর ধরে তোকলুকেক গ্রামে খোঁড়াখুঁড়ি ও গবেষণা চালিয়ে যাচ্ছিলেন প্রত্নতত্ত্ববিদরা। এক ঢিবি খুঁড়ে আড়াই হাজার বছরের পুরোনো এই ডাকঘরের সন্ধান মেলে।
ইস্তানবুল বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক ও গবেষক অধ্যাপক সেবকেত ডনমেজের নেতৃত্বে এই অনুসন্ধান চলে। চার বছর ধরে পার্সিয়ান সভ্যতা নিয়ে ওই গ্রামে কাজ করছে গবেষক দলটি।অধ্যাপক সেবকেত জানান, একটি অগ্নিমন্দিরকে কেন্দ্র করে স্থাপত্যটি ছিল। এলাকাটির নিদর্শন থেকে জোরাস্ট্রিয়ানিজম ধর্মের অস্তিত্ব খুঁজে পান তারা। বর্তমান ইরানে পৃথিবীর প্রাচীনতম এই ধর্ম বিস্তৃত ছিল। তুরস্কে আনাতোলিয়া অঞ্চকেও এই ধর্মের অস্থিত্ব পেলেন তারা।
প্রত্নতত্ত্ববিদদের মতে, পার্সিয়ান সভ্যতাই প্রথম ডাক ব্যবস্থা চালু করে। গ্রিস থেকে শুরু করে মধ্য এশিয়া Jএবং মিশর পর্যন্ত বিস্তৃত বিশাল সাম্রাজ্য পরিচালনায় গভর্নরদের মধ্যে যোগাযোগের জন্য এই এই ডাক ব্যবস্থা গড়ে উঠে।
Leave a Reply