নিজস্ব প্রতিবেদক : পর্যাক্রমে দেশের সব নদীর ডুবোচর কেটে পানিপ্রবাহ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ এবং প্রতিবছর তা অব্যাহত রাখার সুপারিশ করেছে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।রোববার জাতীয় সংসদ ভবনে এ কমিটির পঞ্চম বৈঠক হয়। রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটি সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মো. ফরিদুল হক খান ও নুরুন্নবী চৌধুরী।বৈঠকের শুরুতে ১৫ আগস্ট শাহাদাত বরণকারী শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। কমিটির প্রয়াত সদস্য রুশেমা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।
বৈঠকে চলমান প্রকল্পের মান বজায় রাখতে সরেজমিনে পরিদর্শন করার সুপারিশ করা হয়। যমুনা নদীর ভাঙন থেকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলাধীন খুদবান্দি, সিংড়াবাড়ি ও শুভগাছা এলাকা সংরক্ষণ প্রকল্প, ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলাধীন দক্ষিণ সতর নদীর কূল ও মনিপুর এলাকা মুহুরী নদীর বাম তীর ভাঙন রক্ষা প্রকল্প এবং রংপুরের গংগাচড়া ও রংপুর সদর উপজেলার তিস্তা নদীর ডান তীর ভাঙন রক্ষা প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply