খুলনা প্রতিনিধি:
খুলনা মেডিকেলে এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আব্দুর রউফ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রউফ যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার) ভোর ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে খুলনায় ১৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
হাসপাতালের ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ডেঙ্গু আক্রান্ত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর ৪টার দিকে আইসিইউতে তার মৃত্যু হয়।
Leave a Reply