ক্রীড়া ডেস্ক:
পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দল তৈরি করার জন্য প্রয়োজনে ঝুঁকি নিতেও তৈরি বিরাট কোহালি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচ হারার পরে সিরিজ ১-১ শেষ হয়। যার পরে সাংবাদিক বৈঠকে এসে কোহালি বলে যান, ‘‘ঝুঁকি আমাদের নিতেই হবে।’’কী ঝুঁকির কথা বলতে চাইছেন ভারত অধিনায়ক? রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কোহালি। যে মাঠে সাধারণত অধিনায়কেরা টস জিতলে রান তাড়া করতেই পছন্দ করেন। যে সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে ম্যাচের পরে কোহালি বলেছেন, ‘‘ঝুঁকি আমাদের নিতেই হবে। ক্রিকেটে একটা ম্যাচ জিততে গেলেও ঝুঁকি নিতে হয়। কোনও কিছুরই গ্যারান্টি থাকে না। আমরা চাইছি, টস জেতা-হারা নিয়ে দল যেন বেশি মাথা না ঘামায়। আমরা চাইছি, টসকে হিসেবের বাইরে রাখতে।’’
এর আগের ছ’টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে চিন্নাস্বামীতে ব্যাট নেননি কোনও অধিনায়ক। কোহালি চেয়েছিলেন, কঠিন পরিস্থিতিতে তাঁর বোলাররা যেন জ্বলে ওঠেন। কিন্তু অধিনায়কও স্বীকার করছেন, ১৩৪ রানটা বড্ড কম হয়ে গিয়েছে। যে কারণে বোলারদের নিয়ে অসন্তুষ্ট নন তিনি। কোহালি বলেন, ‘‘বোলারদের চ্যালেঞ্জ নেওয়ার জন্য অন্তত ১৬০ রান দেওয়া প্রয়োজন। ১৩৪ রান করে জেতা যায় না। আমরা ব্যাটটা ঠিকমতো করতে পারিনি। বোলারদের সমালোচনা করা ঠিক নয়। তার উপরে পরের দিকে আবার শিশিরও পড়েছিল।’’
কোহালি মনে করেন, এই সিরিজে খারাপ বল করেননি বোলাররা। ‘‘এই রকম অল্প রানের বিরুদ্ধে ওদের পারফরম্যান্স বিচার করে কোনও লাভ নেই। রান এতই কম হয়েছিল যে, বোলাররা জানত একটা-দুটো ওভারেই দক্ষিণ আফ্রিকা ম্যাচ বার করে নিতে পারে। সব মিলিয়ে আমার মনে হয়, বোলাররা খারাপ বল করেনি। যে নতুন দলটা এখন খেলাচ্ছি, তা নিয়ে আমাদের ধৈর্য ধরতেই হবে। আর কয়েকটা ব্যাপার শুধরে নিতে হবে।’
Leave a Reply