বরিশাল প্রতিনিধি:
গৃহবধূ রিমা আক্তার হত্যা মামলায় বরিশালের উজিরপুর উপজেলায় মা-ছেলেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
গ্রেফতারকৃতরা হলো- হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের স্বামী মো. মিজান ব্যাপারি (২৮) ও তার মা মোছা. আকলিমা বেগম (৫০)। তিনি নিহত গৃহবধূর শাশুড়ি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে গত শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে গৃহবধূ রিমাকে হত্যা করে তার লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়, অভিযুক্ত মিজান ব্যাপারি সাত বছর পূর্বে নিহত গৃহবধূ রিমা বেগমকে বিয়ে করে। বিয়ের পর থেকে স্বামী ও তার পরিবারের লোকজন যৌতুকের দাবিতে স্ত্রী রিমা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। এরই ধারাবাহিকতায় স্ত্রীর কাছে এক লাখ টাকা দাবি করলে মিজানের শ্বশুরবাড়ির লোকজন মেয়ের সুখ-শান্তির কথা চিন্তা করে দাবিকৃত টাকা দিয়ে দেয়। এর কয়েক বছর পর অভিযুক্ত মিজান ব্যাপারি তার পরিবারের কু-প্ররোচনায় ঘের ও মুরগির ফার্ম করার জন্য আরও দুই লাখ টাকা যৌতুক দাবি করে। এতে অস্বীকৃতি জানালে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পুনরায় রিমা বেগমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।
এক পর্যায়ে গত শনিবার অভিযুক্ত মিজান ব্যাপারি পরিকল্পিতভাবে রিমা বেগমকে মারধর করে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে রিমাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং বসতবাড়ির পাশের একটি আম গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় পরদিন রবিবার (২২ সেপ্টেম্বর) উজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে নিহতের স্বজনেরা।
এ মামলার প্রেক্ষিতেই সোমবার রাতে স্বামী মিজান ও শাশুড়ি আকলিমা বেগমকে গ্রেফতার করে র্যাব সদস্যরা।
Leave a Reply